মে মাসে সিলেটে ২০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক


মে ২৫, ২০২১
০৩:৪৮ পূর্বাহ্ন


আপডেট : মে ২৫, ২০২১
০৩:৪৮ পূর্বাহ্ন



মে মাসে সিলেটে ২০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা

সিলেটে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস; যা গত ২০ বছরের মধ্যে সিলেটে মে মাসের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ২০০১ সালের মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী। 

গত ২০ বছরের মাঝে মে মাসে তাপমাত্রা এত বেশি ছিল না জানিয়ে তিনি বলেন, ‘সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস।’

এদিকে, ৩-৪ দিনে অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন সিলেটবাসী। বাসা বাড়িতে থাকা শিশু ও বৃদ্ধরা গরমে অসুস্থ হয়ে পড়ছেন। এছাড়া বিভিন্ন কাজে যারা ঘর থেকে বের হয়েছেন তারা খুঁজছেন গাছের ছায়া। বেশি বিড়ম্বনায় পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। তাই বৃষ্টির আশায় রয়েছেন নগরবাসী। 

তবে আজ মঙ্গলবারও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন, আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় সরে না যাওয়া পর্যন্ত সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর পুরোপুরি স্বস্তি ফিরতে কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে সোমবার রাতের শেষ ভাগে কিছুটা বৃষ্টিপাত হতে পারে।’

আরসি-০৯