গোলাপগঞ্জে কমিউনিটি পুলিশিং ফোরামের সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি


মে ২৫, ২০২১
০২:৫২ পূর্বাহ্ন


আপডেট : মে ২৫, ২০২১
০২:৫২ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে কমিউনিটি পুলিশিং ফোরামের সভা অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জে 'পুলিশই জনতা, জনতাই পুলিশ' এই স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মে) সকাল ১১টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর দত্তরাইল গ্রামে কমিউনিটি পুলিশিং ফোরাম ও গোলাপগঞ্জ মডেল থানার আয়োজনে এবং দি এশিয়া ফাউন্ডেশন ও আইডিয়া'র সহযোগিতায় কমিউনিটি পুলিশিং ফোরামের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমিউনিটি পুলিশিং ফোরামের সহ-সভাপতি ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা খানের সভাপতিত্বে এবং আইডিয়া'র PEACE প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর উজ্জল দেবের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক সুমন চন্দ্র সরকার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে উঠেছে। যার কারণে বিভিন্ন ধরনের মাদক, ইভটিজিং, পারিবারিক সহিংসতাসহ অপরাধমূলক কর্মকাণ্ড দমন করা সম্ভব হয়েছে। জনগণের উপকারের জন্য পুলিশবাহিনীর সদস্যরা তৃণমূলে কাজ করে যাচ্ছেন এবং এলাকার যে কোনো সমস্যা কোনো প্রকার হয়রানি ব্যতীত বিট পুলিশিং অফিসারের কাছে জানালে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

সভায় আরও বক্তব্য দেন, গোলাপগঞ্জ মডেল থানার এসআই বিট অফিসার আশিষ তালুকদার, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি জয়নাল আহমদ খান , ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চবিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সদস্য রেজওয়ান হোসেন রাজু, দত্তরাইল ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক, সাংবাদিক ও সমাজকর্মী গোলাম দস্তগীর খান ছামিন এবং ইমাম সমিতি ঢাকাদক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতা মিনহাজ খান সোহাগ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসুদ আফছর, সমাজসেবক আব্দুল আহাদ প্রমুখ। 


এফএম/আরআর-১১