নিজস্ব প্রতিবেদক
মে ২৪, ২০২১
১১:১১ অপরাহ্ন
আপডেট : মে ২৪, ২০২১
১১:১১ অপরাহ্ন
সিলেট নগরের সুরমা মার্কেটের বদরুল আবাসিক হোটেল থেকে ৭ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ মে) বেলা আড়াইটার দিকে ওই হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সুরমা মার্কেটের বদরুল আবাসিক হোটেলে একদল পুলিশ অভিযান চালায়। বন্দরবাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই (নিরস্ত্র) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের ওই দল হোটেলে গিয়ে দেখতে পায় অনৈতিক কাজে লিপ্ত রয়েছে কয়েকজন নারী পুরুষ। এসময় ২ নারী ও ৫ পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।
আটককৃতরা হলো, সিলেটের মোগলাবাজার থানার সরিগাও গ্রামের মাখন মিয়ার ছেলে শায়েখ আহম্মেদ (১৮), মোতাহার আলীর ছেলে সাকিব আহমেদ (২০), মৃত খসরু মিয়ার ছেলে তানভির আহমেদ (১৮), সিলেটের ওসমানীনগর থানার সোয়ারগাও গ্রামের তৈয়ব আলীর ছেলে মারুফ আহমেদ (২৪), সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ থানার ভুতিয়ারাপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে রুবেল মিয়া (২০)।
বিএ-০১