নিজস্ব প্রতিবেদক
মে ২৪, ২০২১
১২:২৫ পূর্বাহ্ন
আপডেট : মে ২৪, ২০২১
১২:২৬ পূর্বাহ্ন
সিলেট-ঢাকা মহাসড়কে রাত থেকেই স্বল্প পরিসরে চলবে বাস
এক মাস নয় দিন বন্ধ থাকার পর আজ রাত থেকে সিলেট থেকে দেশের বিভিন্ন অঞ্চলে স্বল্প পরিসরে দূরপাল্লার বাস চলাচল শুরু হচ্ছে। তবে আগামীকাল সোমবার থেকে তার পুরোদমে শুরুর চিন্তাভাবনা সংশ্লিষ্টদের।
আজ রবিবার (২৩ মে) সরকারের জারি করা প্রজ্ঞাপনে বিধি-নিধেষের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হলেও অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার বাস চলাচলের অনুমোদন দেয় সরকার।
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবীর সিলেট মিররকে বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে আগামীকাল থেকে পুরোদমে বাস চলাচলের প্রস্তুতি নিচ্ছি। তবে আজ রাত থেকেই স্বল্প পরিসরে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়ে যাবে।
দীর্ঘ এক মাস নয় দিন দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের জরুরী প্রয়োজনে সিলেট থেকে ঢাকাসহ বিভিন্ন দূর গন্তব্যে যেতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। আজ মধ্যরাত থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হলে মানুষের এ দুর্ভোগ লাগব হবে বলে যাত্রী সাধারণ মনে করছেন।
বাস চলাচল শুরু প্রসঙ্গে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল হোসেন বলেন, ‘আজ (রবিবার) ১২টার পর থেকে সরকার লঞ্চ, ট্রেন ও বাসসহ সবধরনের গণপরিবহন চালানোর সিদ্ধান্ত দিয়েছে। সে অনুযায়ী রাত থেকে চালানো যাবে ‘ তিনি বলেন, ‘ইতিমধ্যে হানিফ ও ইউনিক পরিবহন টিকিট বিক্রি শুরু করেছে। রাতে এসব দূরপাল্লার বাস সিলেট থেকে ছেড়ে যাবে। ’
তিনি আরও বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে বাস চালানো হবে। বাসে ওঠার সময় হ্যান্ড স্যানিটাইজিং, মাস্ক পরিধান এবং জীবাণুনাশক ছিটানো হবে। ’
এএফ/০৩