গোলাপগঞ্জ প্রতিনিধি
মে ২৩, ২০২১
০৮:৫৫ অপরাহ্ন
আপডেট : মে ২৩, ২০২১
০৯:০২ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকাবাসী ৪ জনকে পুলিশে সোপর্দ করেছেন ।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের লিলু মিয়ার ছেলে আব্দুল হাকিম (২০), দক্ষিণ কান্দিগাঁও গ্রামের মঈন উদ্দিনের ছেলে রাজন আহমদ (২২), খালপাড় গ্রামের সাহাব উদ্দিনের ছেলে শিপন আহমদ (১৯) ও শাহপরান উপজেলার পীরের চক গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আক্তার হোসেন (২৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন আজ রবিবার (২৩ মে) দুপুরে প্রেমিক আব্দুল হাকিম তরুণীর সাথে যোগাযোগ করে বলে দেখা করার জন্য মুরাদপুর বাজারে আসার জন্য।
এরপর তরুণী মুরাদপুর বাজারে আসলে একটি সিএনজি অটোরিকশা যোগে তরুণীকে নিয়ে গণ্ডামারা গ্রামের চরোরাগোল্লা নামক টিলার পাশের জঙ্গলে নিয়ে যাওয়ার পর প্রেমিক আব্দুল হাকিম বন্ধুদের ফোন দিয়ে ঘটনাস্থলে আসার কথা বলে।
আব্দুল হাকিমের ফোন পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থলে এসে ঐ তরুণীকে সবাই জোরপূর্বক ধর্ষণ করে।
পরে ভুক্তভোগী ওই তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এসে অভিযুক্তদের কাছ থেকে তরুণীকে উদ্ধার করেন এবং প্রেমিকসহ ৪ জনকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট নিয়ে যান।
এরপর ইউপি চেয়ারম্যান সানা মিয়া গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের ৪জনকে আটক করে এবং প্রাথমিকভাবে জিজ্ঞাসা বাদে তারা অপরাধের কথা স্বীকার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার হারুনুর রশীদ চৌধুরী বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি (মামলা নং- ২৩) দায়ের করা হয়েছে এবং আজ রবিবার বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। সেই সাথে ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এফ এম/বি এন/বিএ-০৪