সিলেটে ৩৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


মে ২৩, ২০২১
০২:৪০ পূর্বাহ্ন


আপডেট : মে ২৩, ২০২১
০২:৪০ পূর্বাহ্ন



সিলেটে ৩৪ জনের করোনা শনাক্ত

সিলেট ও মৌলভীবাজার জেলায় আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২২ মে) রাতে সিলেটের দুইটি ল্যাব ও অ্যান্টিজেন পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৩০ জন এবং মৌলভীবাজার জেলায় ৪ জন রয়েছেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেট মিররকে জানান, শনিবার ওসমানীর ল্যাব ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২০ জন এবং মৌলভীবাজার জেলায় ৩ জন রয়েছেন।

শনিবার সিলেট বক্ষব্যাধী হাসপাতালে জিন এক্সপার্ট মেশিনে নমুনা পরীক্ষায় সিলেট জেলার ৮ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানান হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট ডা. ফাতেমা ইয়াসমিন। এছাড়া অ্যান্টিজেন পরীক্ষায় সিলেট জেলার ২ জন এবং মৌলভীবাজার জেলার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিএ-১১