কানাইঘাটে ৮২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কানাইঘাট প্রতিনিধি


মে ২৩, ২০২১
০১:৪৭ পূর্বাহ্ন


আপডেট : মে ২৩, ২০২১
০১:৫৩ পূর্বাহ্ন



কানাইঘাটে ৮২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সিলেটের কানাইঘাট থানার পুলিশ উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরাইঘাট বাজার থেকে ৮২ পিস ইয়াবাসহ সেলিম উদ্দিন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২১ মে) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই মোখলেসুর রহমান একদল পুলিশ নিয়ে সুরাইঘাট বাজারের পাশে অভিযান চালিয়ে স্থানীয় বাউরভাগ ৪র্থ খন্ড গ্রামের জয়নাল আবেদিনের পুত্র ইয়াবা ব্যবসায়ী সেলিম উদ্দিনকে ৮২ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হন।

এ ঘটনায় থানার এসআই সাইদুর রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃত সেলিম উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে শনিবার (২২ মে) আদালতে সোপর্দ করেছে পুলিশ।


এমআর/আরআর-১১