জৈন্তাপুর ও মাধবপুর প্রতিনিধি
মে ২২, ২০২১
০৪:১১ পূর্বাহ্ন
আপডেট : মে ২২, ২০২১
০৪:১১ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুর ও হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুকুরে ডুবে মারা গেছে দুই শিশু। শুক্রবার (২১ মে) দুপুরে ও বিকেলে এ দু'টি ঘটনা ঘটেছে।
জানা গেছে, শুক্রবার বিকেল ৪টায় জৈন্তাপুরে গোসল করতে গিয়ে পুকুরে নাজমুল ইসলাম (১৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পুকুর থেকে গোসল শেষ করে ঘরে ফিরে না ফেরায় পরিবারের লোকজন পুকুরে গিয়ে তার ভাসমান দেহ দেখতে পান। তাকে দ্রুত উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। নাজমুল জৈন্তাপুর উপজেলার পূর্ব লক্ষীপ্রসাদ গ্রামের হারু মিয়ার ছেলে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে মৃতদেহ থানাইয় নিয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি পানিতে ডুবে মারা গেছে। এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে।
অন্যদিকে হবিগঞ্জের মাধবপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সীমান্ত দেব (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিমুলঘর গ্রামের গোপাল দেবনাথের বাড়িতে ১৫ দিন আগে মায়ের সঙ্গে বেড়াতে আসে তার নাতি ভৈরব উপজেলার চন্ডিবেড় এলাকার প্রশান্ত দেবনাথের ছেলে সীমান্ত দেবনাথ। শুক্রবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় সে। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা সদরের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সীমান্তের মামা সন্তোষ দেবনাথ বলেন, সীমান্ত সাঁতার না জানার কারণে পুকুর থেকে উঠতে পারেনি। পুকুরের পানিতে ডুবে সে মারা যায়।
আরকে/এসএম/আরআর-০১