সিলেট মিরর ডেস্ক
মে ২২, ২০২১
০৩:১৬ পূর্বাহ্ন
আপডেট : মে ২২, ২০২১
০৩:১৭ পূর্বাহ্ন
বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলীতে কুয়েতপ্রবাসী নুর মোহাম্মদের বসতঘর থেকে তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ মে) রাত সাড়ে ৮টায় লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০), তার সন্তান রাফি (১৩) ও নুরি (১০ মাস)।
সহকারী পুলিশ সুপার (এএসপি) রেজওয়ানুল ইসলাম (লামা সার্কেল) জানান, আমরা তালাবদ্ধ ঘর থেকে তিনজনের লাশ উদ্ধার করেছি। তাদের গায়ে আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।
বিএ-০৮