সিলেট মিরর ডেস্ক
মে ২১, ২০২১
০৯:৪০ অপরাহ্ন
আপডেট : মে ২১, ২০২১
০৯:৪১ অপরাহ্ন
ফিলিস্তিনের আল আকসা মসজিদে ইসরাইলি হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২১ মে) বাদ জুমা সিলেট নগরের কোর্ট পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত হচ্ছেন। তবে ইসরাইল ফিলিস্তিনিদের ওপর যা করছে, তা মানবাধিকার সীমা লঙ্ঘনের মাত্রাও ছাড়িয়ে গেছে। টানা ১১ দিন ধ্বংস তাণ্ডব চালিয়ে অবশেষে ইসরাইল যুদ্ধ বন্ধ করেছে। কিন্তু এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে। তা না হলে, ইসরাইলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করা হবে।
মানববন্ধন সমাবেশে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
আরসি-০৯