গোলাপগঞ্জে সোয়া ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক উদ্বোধন

গোলাপগঞ্জ প্রতিনিধি


মে ২১, ২০২১
০৪:০২ পূর্বাহ্ন


আপডেট : মে ২১, ২০২১
০৪:১৪ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে সোয়া ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক উদ্বোধন

১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে সিলেটের গোলাপগঞ্জ-আমুড়া-শিকপুর-বিয়ানীবাজার সড়কের গোলাপগঞ্জ অংশের পুনর্বাসনকৃত সড়কের উদ্বোধন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুনর্বাসনকৃত (বৃহৎ সংস্কার) সড়কের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দীন, কাউন্সিলর রুহিন আহমদ খান, উপজেলা আওয়ামী লীগ নেতা নাজিমুল হক লস্কর, আলিম উদ্দিন বাবলু, আবুল কাশেম সেবুল, আজমল হোসেন মনি, কামাল মিয়া, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফসর প্রমুখ।

 

 

এফএম/আরআর-১৪