‘চা শ্রমিক অধিকার আন্দোলন’ এর মিছিল সমাবেশ

সিলেট মিরর ডেস্ক


মে ২১, ২০২১
০২:২০ পূর্বাহ্ন


আপডেট : মে ২১, ২০২১
০২:৩৫ পূর্বাহ্ন



‘চা শ্রমিক অধিকার আন্দোলন’ এর মিছিল সমাবেশ

মহান ২০ মে কে রাষ্ট্রীয়ভাবে ‘চা শ্রমিক দিবস’ ঘোষণা, স্ব বেতনে বাগানে ছুটি ঘোষণা, চা শ্রমিকদের ভূমি, শিক্ষা, চিকিৎসার অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত দাবি জানিয়েছেন ‘চা শ্রমিক অধিকার আন্দোলন’ এর নেতৃবৃন্দ। ঐতিহাসিক ‘মুল্লুকে চল’ আন্দোলনের শতবর্ষ উপলক্ষে আয়োজিত সমাবেশে এ দাবি জানান তারা। এর আগে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন ও মিছিল অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (২০ মে) সকাল ৯টায় মালনীছড়া চা বাগানের শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।  

‘চা শ্রমিক অধিকার আন্দোলন’-এর কেন্দ্রীয় আহবায়ক কমরেড হৃদেশ মুদির সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমন, চা শ্রমিক অধিকার আন্দোলনের নেতা সন্তোষ বাড়াইক, সন্তোষ নায়েক, শেলি দাস, লাংকাট লোহার, মিতা সিং, জীবন বাড়াইক, অঞ্জলী মুদি, হরি সবর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘শতবর্ষপূর্বে ঐতিহাসিক ‘মুল্লুকে চল’ আন্দোলনের মাধ্যমে চা শ্রমিকরা যে রক্তস্নাত বিদ্রোহ করেছিলেন তা চা শ্রমিক আন্দোলনে প্রেরণার উৎস হয়ে থাকবে। চা শ্রমিক নেতা পণ্ডিত গঙ্গা দয়াল দিক্ষীত ও পণ্ডিত দেওশরণের নেতৃত্বে সংঘটিত ঐতিহাসিক ‘মুল্লুকে চল’ আন্দোলনের ফলে সেদিন মালিক শ্রেণি শ্রমিকদের অনেক ন্যায্য দাবী মেনে নিতে বাধ্য হলেও সময়ের পরিক্রমায় শ্রমিকদের উপর শোষণ নিপীড়ন আজও বিদ্যমান।’ বক্তারা ২০ মে’র চেতনাকে ধারণ করে শোষণ মুক্তির লড়াইয়ে চা শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

এর আগে সমাবেশে শুরুর পূর্বে চা শ্রমিক অধিকার আন্দোলন, জুড়ি ভ্যালির সংগঠক রুকেশ রুদ্র পালের অকাল মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

চা শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি লাক্কাতুড়া, তারাপুর, তেলিহাটি, বড়জান, ধামাই, সোনারুপা, খান চা বাগান সহ অন্যান্য চা বাগানে সংগঠনের উদ্যোগে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, কালোব্যাজ ধারণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এএফ/০৪