ওসমানীনগর প্রতিনিধি
মে ২১, ২০২১
১২:৫৬ পূর্বাহ্ন
আপডেট : মে ২১, ২০২১
১২:৫৬ পূর্বাহ্ন
সিলেটে ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত হযরত শাহ্জালাল (রহ) ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১টায় গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
জানাজায় অংশ নেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়াসহ কয়েক সহস্রাধিক মানুষ।
উল্লেখ্য, গতকাল বুধবার সকালে মাদরাসায় যাওয়ার পথে প্রাইভেটকারের ধাক্কায় নিহত হন অধ্যক্ষ আমিরুল ইসলাম।
ইউডি/আরআর-০৫