গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫জন আহত

সিলেট মিরর ডেস্ক


মে ২০, ২০২১
০৯:৩৩ অপরাহ্ন


আপডেট : মে ২০, ২০২১
০৯:৩৪ অপরাহ্ন



গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫জন আহত

সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫জন আহত হয়েছেন। এর মধ্যে গুরতর আহতাবস্থায় ২জনকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের পৌরসভা গেইট সংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা দুইটি মোটর সাইকেল সিএনজি অটোরিক্সাকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় সিএনজি অটোরিক্স এর সাথেও সংঘর্ষ হলে ত্রিমুখী সংঘর্ষে রুপ নেয়। এসময় স্থানীয়রা আহতদের  উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ।

আহতরা হলেন- পৌরসভার লামা দক্ষিণভাগ এলাকার কামাল আহমদ(৩৮), পৌরসভার গুসগাও এলাকার

শাকেল আহমদ(২২), ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামের সাকিব আহমদ (১৮), ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের মামুন আহমদ (২৫), সিএনজি অটোরিক্সা চালক জুয়েল মিয়া(৩৮)। এর মধ্যে শাকেল আহমদ ও সাকিব আহমদ এর অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স সঞ্জয় মিত্র। 

এফ এম/ বি এন-০৩