ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় মাদরাসার অধ্যক্ষ নিহত

ওসমানীনগর প্রতিনিধি


মে ১৯, ২০২১
১০:১০ অপরাহ্ন


আপডেট : মে ২০, ২০২১
১২:২৪ পূর্বাহ্ন



ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় মাদরাসার অধ্যক্ষ নিহত

মাওলানা মো. আমীরুল ইসলাম

সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন গোয়ালাবাজারের হযরত শাহজালাল ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আমীরুল ইসলাম (৬০)।

বুধবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় সিলেটগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ ২৯-৯৭৩৫) তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অধ্যক্ষ মাওলানা মো. আমীরুল ইসলাম উপজেলার জায়ফরপুর গ্রামের বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জনক। এর আগে তিনি জকিগঞ্জ ইছকমতি দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস ও বালাগঞ্জ উপজেলার চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি তার বাড়ির সামনে একটি ইবতেদায়ি মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। নিরহংকারী ও মিষ্টভাষি মাওলানা মো. আমীরুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ইউডি/আরআর-০১