বিয়ানীবাজার প্রতিনিধি
মে ১৯, ২০২১
০১:২২ পূর্বাহ্ন
আপডেট : মে ১৯, ২০২১
০১:২২ পূর্বাহ্ন
সিলেটের বিয়ানীবাজারে মালবাহী ট্রাকের চাপায় ইমন আহমদ (১৬) নামের এক বাইসাইকেলচালক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দুবাগ ইউনিয়নের সাদিপুর এলাকার শেওলা-সুতারকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ইমন আহমদ দুবাগ ইউনিয়নের সাদিমাপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শেওলা-সুতারকান্দি সড়কে বাইসাইকেলচালক ইমন আহমদকে ধাক্কা দেয় ওই ট্রাক। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
দুর্ঘটনার পর পালিয়ে যান ঘাতক ট্রাকের চালক। তবে স্থানীয় এলাকাবাসী ট্রাকটি আটক করে রেখেছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতের মর্গে প্রেরণ করেছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসএ/আরআর-০৪