নিজস্ব প্রতিবেদক
মে ১৮, ২০২১
০৩:১৩ পূর্বাহ্ন
আপডেট : মে ১৮, ২০২১
০৩:১৩ পূর্বাহ্ন
সিলেটের সুরমা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে জালালাবাদ থানা পুলিশ। সোমবার (১৭ মে) সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা করে পুলিশ। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল পৌনে ১১টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে গোলাম হোসেন নামের একজন জানান, জালালাবাদ থানাধীন ৭ নম্বর মোগলগাঁও ইউপির ৫ নম্বর ওয়ার্ডের খিত্তারগাঁও গ্রামে তার বেগুন ক্ষেতের পাশে সুরমা নদীর পাড়ে এক ব্যক্তির লাশ উপুড় হয়ে ভাসছে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় নদী থেকে ৩০-৩৫ বছর বয়সী অর্ধগলিত এক পুরুষের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে কালো ফুল প্যান্ট এবং কালো ফুল হাতা শার্ট পরিহিত ছিল। পরে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান। ওই ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না জানতে চাইলে তিনি সিলেট মিররকে বলেন, ‘লাশটি অর্ধগলিত হওয়ায় আঘাতের চিহ্ন আছে কি না তা প্রাথমিকভাবে বুঝা যায়নি। তবে ময়নাতদন্তের রির্পোটের পর সব জানা যাবে।’
বিএ-০৯