ওসমানীনগর প্রতিনিধি
মে ১৮, ২০২১
০৩:১২ পূর্বাহ্ন
আপডেট : মে ১৮, ২০২১
০৩:১৮ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৭ মে) রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তাজপুর কলেজের ফটকের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে।
জানা যায়, শেরপুর থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস এক বৃদ্ধকে (৬০) চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। খবর পেয়ে তাজপুর ফায়ার ব্রিগেড ও শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীন হোসেন জানান, নিহতের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাসটি চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
ইউডি/আরআর-০৭