সিলেট মিরর ডেস্ক
মে ১৮, ২০২১
০২:৩২ পূর্বাহ্ন
আপডেট : মে ১৮, ২০২১
০২:৩৮ পূর্বাহ্ন
ভারত থেকে খুলনায় এসে কোয়ারেন্টিনে থাকা এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় মামলায় সহকারী উপপরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আনোয়ার হোসেন।
তিনি বলেন, ‘খুলনা সদর থানায় হওয়া ধর্ষণ মামলায় মোখলেছুরকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সোমবার মোখলেছুর রহমানের নামে মামলা করেন ওই তরুণী।’
জানা যায়, ওই তরুণী গেল ৪ মে ভারত থেকে এসে খুলনা পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন।
খুলনার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন জানান, মোখলেছুরকে বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রেপ্তারের পর তাকে পাঠানো হয়েছে আদালতে।
খুলনা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) আনোয়ার হোসেন জানান, ওই তরুণীকে খুলনা মেডিক্যালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
এএফ/০২