বিশ্বনাথে লেবু চাষের মাঠ দিবস অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি


মে ১৮, ২০২১
১২:৩৬ পূর্বাহ্ন


আপডেট : মে ১৮, ২০২১
১২:৩৬ পূর্বাহ্ন



বিশ্বনাথে লেবু চাষের মাঠ দিবস অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথ উপজেলায় লেবু জাতীয় ফসল সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মে) বিকেলে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার রশিদপুর ব্লকের বিশ্বনাথ সরকারি কলেজ গেটের সামনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

স্থানীয় মুরুব্বী এখলাছুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিরেন্দ্র চন্দ্র নাথের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সালাহ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজীব সরকার ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়জুল হক।

এছাড়া বক্তব্য দেন লেবু চাষি আব্দুস শহিদ। স্বাগত বক্তব্য দেন বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠক মিজানুর রহমান ইয়ামিন।

মাঠ দিবসে লেবু জাতীয় ফসল সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির ব্যাপারে বিভিন্ন দিকনিদের্শনামূলক বক্তব্য দেন বক্তারা। শতাধিক কৃষক এ মাঠ দিবসে অংশ নেন।

 

এমএ/আরআর-০১