বিয়ানীবাজারে সাবেক ফুটবলারের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

বিয়ানীবাজার প্রতিনিধি


মে ১৭, ২০২১
০৮:১৪ অপরাহ্ন


আপডেট : মে ১৭, ২০২১
০৮:১৯ অপরাহ্ন



বিয়ানীবাজারে সাবেক ফুটবলারের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

সিলেটের বিয়ানীবাজার ফুটবল অঙ্গনের পরিচিত মুখ, সাবেক ফুটবলার ও মাথিউরা সিনিয়র ফাযিল মাদ্রাসার শিক্ষক আশরাফুল আলম আর নেই।

সোমবার (১৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে তিনি সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার এক দিন পর তিনি ইন্তেকাল করেন। 

পরিবারের সদস্যরা জানান, রবিবার সকালে তাঁর শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হঠাৎ করে তাঁর শরীরে বিভিন্ন জটিল রোগের উপসর্গ দেখা দেয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৬ বছর। মরহুম আশরাফুল আলম ছয় ভাইয়ের মধ্যে তিনি পঞ্চম ছিলেন। তিনি স্ত্রী, দুই মেয়ে, ভাইসহ অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী, স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আশরাফুল আলম শুক্রবার রাতে অসুস্থ হলে তাকে শনিবার ভোরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারিরীক অবস্থা ভাল না হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কেবিনের আইসিউতে পর্যবেক্ষণে রাখেন। তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। এছাড়া এ্যাপেনডিসাইটসহ গুরুত্বপূর্ণ অঙ্গনে ত্রুটি দেখা দিলে তাঁর শরীর সংকটাপন্ন হয়ে পড়ে।

মরহম আশরাফুল আলমের জানাযার নামায সোমবার বিকাল সাড়ে ৫টায় মাথিউরা সিনিয়র ফাযিল মাদ্রাসা মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান খান,উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি নজমুল হোসেন পুতুল, বিয়ানীবাজার প্রেস ক্লাবের  সভাপতি সজীব ভট্রাচার্য, সাধারণ সম্পাদক মিলাদ মোঃ জয়নুুল ইসলাম,ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক শিপার আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খালেদ জাফরী, মাথিউরা ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিন, তিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, মাথিউরা সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলিম উদ্দিন প্রমুখ।

এস এ/ বি এন-০২