কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মে ১৫, ২০২১
০৫:১৪ অপরাহ্ন
আপডেট : মে ১৫, ২০২১
০৫:১৪ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জে পবিত্র ঈদ উল ফিতরের নামাজের পর এক মুক্তিযোদ্ধার উপর হামলা হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ছনবাড়ী গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা ইছাম উদ্দিনকে (৭০) গুরুতর জখম করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নতুন জালিয়ারপাড় গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে জামাল আহমদ কালা, ফারুক মিয়া ও মাসুক মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে পাথর পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। স্থানীয় মুরুব্বিদের মাধ্যমে শালিসাধীন ছিল বিষয়টি।
গতকাল শুক্রবার (১৪ মে) সকাল ১০টায় শাহ আরফিন বাজার জামে মসজিদ থেকে ঈদ উল ফিতরের জামাত শেষ করে দোয়ার অপেক্ষারত অবস্থায় বীর মুক্তিযোদ্ধা ইছাম উদ্দিন (৭০) ও হামজা আলীর (৮০) ওপর হামলা করেন স্থানীয় জামাল আহমদ, কালা মিয়া, ফারুক মিয়া ও মাসুক মিয়া। স্থানীয় জুলহাস মিয়া, নাসির মিয়া, মখলিছ মিয়াসহ ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় মুক্তিযোদ্ধা ইছাম উদ্দিন আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ইছাম উদ্দিন জানান, ‘কালা মিয়া আমার মেয়ের স্বামীর ট্রাক্টর অন্য এলাকায় জোর করে নিয়ে জিম্মি করে রেখেছে। এরা লাঠিয়াল প্রকৃতির মানুষ। শাহ আরফিন টিলা ধ্বংসের প্রধান কারিগর জামাল আহমদ কালা এই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। আমি আমার মেয়ের স্বামীর ট্রাক্টর ফেরত চাইলে সে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। ট্রাক্টর ফেরত চাওয়ায় সে আমাদের উপর ক্ষিপ্ত ছিল। আজ ঈদের নামাজ শেষে ইট, পাথর, লাঠি, রড ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে।
এ ঘটনায় আহত বীর মুক্তিযোদ্ধা ইছাম উদ্দিন ও হামজা আলী কোম্পানীগঞ্জ থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ দিয়েছেন।
এনপি-০২