সিলেট মিরর ডেস্ক
মে ১৫, ২০২১
০৬:৩০ পূর্বাহ্ন
আপডেট : মে ১৫, ২০২১
০৬:৩০ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত কামাল উদ্দিন (৫০) রুস্তমপুর ইউনিয়নের কুরিখলা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।
ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় সালুটিকর-গোয়াইনঘাট সড়কের বঙ্গবীর পয়েন্টে হামলার ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালালে কামাল উদ্দিন গুরুতর আহত হন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কামাল উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ সাংবাদিকদের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কামাল উদ্দিনের লাশ মর্গে রয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এনপি-০২