নিজস্ব প্রতিবেদক
মে ১৪, ২০২১
১০:০৪ পূর্বাহ্ন
আপডেট : মে ১৪, ২০২১
১০:০৫ পূর্বাহ্ন
পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সিলেটে কঠোর নিরাপত্তা জোরদার করেছে মহানগর পুলিশ। মোতায়েন করা হয়েছে পোশাক ও সাদাপোশাকে প্রায় তিন হাজার সদস্য; যারা দিনরাত মানুষের জান ও মালের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের জানিয়েছেন, সিলেট মহানগর পুলিশের ৬ থানার অধীন এলাকায় ১ হাজার ১৪৫ টি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। মুসল্লিরা শান্তিপূর্ণভাবে ও নিরাপদে যেনো নামাজ আদায় করতে পারেন সেজন্য এসএমপির নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।
এদিকে, সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যেও সিলেটে ঈদের কেনাবেচা চলছে। এ অবস্থায় মানুষ যেনো নির্বিঘ্নে কেনাটাকা করতে পারে সে ব্যবস্থা নিয়েছে পুলিশ।
এজন্য পেট্রোল ডিউটি, মোড়ে মোড়ে ও শপিংমলে টহলের পাশাপাশি সাদাপোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সব জায়গায় পুলিশের বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর ফলে গত কয়েকদিনের কেনাকাটা ও লেনদেনের মধ্যে ছিনতাইসহ উল্লেখযোগ্য কোন অপরাধের খবর পাওয়া যায়নি।
জনগণের নিরাপত্তায় ঈদ উপলক্ষে সিলেট মহানগর পুলিশ সদস্যদের ছুটিও বাতিল করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
ঈদের আগে ও পরে জুয়েলারিসহ গুরুত্বপূর্ণ মার্কেট, ব্যাংক-বীমা অফিসে তাদের নিজস্ব নিরাপত্তাকর্মী থাকলেও সেসব এলাকায় সিলেট মহানগর পুলিশের বিশেষ নিরাপত্তা জোরদার থাকবে বলে জানিয়েছেন আশরাফ উল্যাহ।
এসএইচ-০১/এএফ-০১