সিলেটে ৪৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


মে ১৪, ২০২১
০৪:৩১ পূর্বাহ্ন


আপডেট : মে ১৪, ২০২১
০৪:৩১ পূর্বাহ্ন



সিলেটে ৪৪ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে নতুন করে আরও ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মে) রাতে সিলেটের দুইটি ল্যাব ও অ্যান্টিজেন পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে সিলেট জেলার ৩২ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ৪ জন এবং মৌলভীবাজার জেলার ৭ জন রয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব ইনচার্জ নূরনবি আজাল জুয়েল জানান, শাবির ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ১৮ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ৪ জন এবং মৌলভীবাজার জেলার ৭ জন রয়েছেন। 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানীর ল্যাবে আজ ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। 

এছাড়া অ্যান্টিজেন পরীক্ষায় সিলেট জেলার আরও ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এনএইচ/আরসি-১৪