সিলেটে আতর-টুপির দোকানে ভিড়

নিজস্ব প্রতিবেদক


মে ১৩, ২০২১
১১:১৪ অপরাহ্ন


আপডেট : মে ১৩, ২০২১
১১:১৪ অপরাহ্ন



সিলেটে আতর-টুপির দোকানে ভিড়

আগামীকাল ঈদ-উল-ফিতর। ঈদের সবচেয়ে বড় আকর্ষণ ঈদের নামাজ। আর নামাজ পড়তে লাগবে টুপি ও আতর। তাই অন্যান্য কেনাকাটা শেষে আজ বৃহস্পতিবার (১৩ মে) আতর-টুপি কেনা বেচার ধুম লেগেছে।

আজ সিলেট নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা এলাকা ঘুরে দেখা যায়, ভাসমান টুপি, আতরের দোকানে ভিড় করছেন ক্রেতারা। কেউ নিজের জন্য কিনতে এসেছেন, কেউ আবার বাসার সদস্যদের জন্য। বাবাদের হাত ধরে ছোট ছেলেদেরও পছন্দমত টুপি কিনতে দেখা যায়।

নগরের বন্দরবাজার এলাকায় ছেলেসহ টুপি কিনতে আসা হাসান আহমদ বলেন, ‌‘অন্যান্য কেনাকাটা শেষ তাই ছেলেকে নিয়ে টুপি কিনতে এলাম।’

একই এলাকায় আতর কিনছিলেন শাহিন হোসেন। তিনি সিলেট মিররকে বলেন, 'ঈদে নতুন পাঞ্জাবির সঙ্গে একটু সুগন্ধি না হলে কেমন জানি লাগে তাই আতর কিনতে আসছি।'

গত দুইদিনে আতর ও টুপির বিক্রি বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তারা বলছেন, সৌদি আরব, ইন্ডিয়ান ও দুবাইয়ের আতর বেশি চলছে। জানা যায়, ৩০টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত দামের আতর বিক্রি করা হচ্ছে এসব দোকানে। এছাড়া ৫০টাকা থেকে শুরু করে হাজার টাকা মূল্যের টুপিও রয়েছে।  তবে বিদেশি টুপির চেয়ে দেশি টুপিই বেশি বিক্রি হচ্ছে। 

আতর ও টুপি বিক্রেতা আলী হোসেব বলেন, করোনার কারণে গত বছর ব্যবসা হয়নি। এবারও ভয়ে ছিলাম, করোনার কারণে বিক্রি একদমই কম হয় কি না। তবে গতকাল ও আজকে বিক্রি বেড়েছে।'

এনএইচ/বিএ-০৩