সিলেটে কখন কোথায় ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক


মে ১৩, ২০২১
০৭:৩০ অপরাহ্ন


আপডেট : মে ১৩, ২০২১
০৮:১৯ অপরাহ্ন



সিলেটে কখন কোথায় ঈদের জামাত

মুসলমানদের সবচেয়ে  বড় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর আগামীকাল শুক্রবার। আজ চাঁদ দেখা যাক কিংবা না যাক, কাল সারাদেশে ঈদ উদযাপিত হবে। দীর্ঘ এক মাস সিয়াম সাধানার পর ঈদের দিন সকালটা শুরু হয় ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে। উৎসবের ঈদের সচরাচর ঈদগাহতে বিশাল সমাগম হয়। তবে করোনা পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও ঈদগাহতে ঈদ জামাত অনুষ্ঠিত হবে না।

সিলেট নগরের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় শাহী ঈদগাহতে। যেখানে লক্ষাধিক মানুষের সমাগম হয়। তবে এবার সেখানেও হচ্ছে না ঈদের জামাত। ব্যতিক্রম এই চিত্রে ঈদের আনন্দ-উৎসবে কিছুটা ভাটা পড়লেও মসজিদগুলোতে ঈদের নামাজ আদায়ের নির্দেশ দেয়।

নগরের বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭ টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় নামাজ আদায়ের কথা জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুক্তাবিস-উন-নূর। ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব সাঈদ বীন নুরুজ্জামান মাদানী, হাফিজ মিফতাহ উদ্দিন ও তৃতীয়টিতে হাফিজ আব্দুল হাকিম। 

কালেক্টরেট মসজিদে একই সময়ে তিনটি আলাদা জামাত অনুষ্ঠিত হবে বলে মসজিদের সংশ্লিষ্টরা। 

হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। একটাই জামাতে নামাজ আদায় হবে সেখানে তবে মুষলধারে বৃষ্টি হলে জামাত একাধিক হতে পারে বলে জানিয়েছেন মাজারের খাদিম শামুন মাহমুদ খান। 

এছাড়া সিলেট নগরের ১৮ নম্বর ওয়ার্ডের আগপাড়া জামে মসজিদে সকাল ৭.৩০ এবং সকাল ৮.৩০, ইব্রাহিম খলিলুল্লাহ মসজিদে সকাল ৮.৩০ এবং ৯.০০টায়, ঝেরঝেরিপাড়া জামে মসজিদে সকাল ৫.৪০ এবং ৮.০০ টায়, ঝর্ণার পাড় জামে মসজিদে সকাল ৮.০০ টায়, বায়তুন নূর জামে মসজিদে (পূর্ব ঝর্ণার পাড় ) সকাল ৮.৩০, কুমার পাড়া জামে মসজিদে সকাল ৭.৩০ এবং সকাল ৮.৩০, খন্দকার জামে মসজিদ সেবক রায়নগর সকাল ৮.৪০. এ ছাড়াও শাহী ঈদগাহ হাজারীবাগ জামে মসজিদে সকাল ৮.০০ এবং ৯.০০টায় শাহ মীরারজী (র.) এর মাজার মসজিদে সকাল  ৮.০০ ও ৯.০০ ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

নগরের তাঁতীপাড়ায় হাজী আব্দুল মুকিত জামে মসজিদে সকাল ৮টায় ও দি এইডেড হাইস্কুল মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি হাবিব আহমদ শিহাব বলেন, সিলেট নগরের ২২২টি মসজিদে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহতে ঈদের নামাজ আদায়ের অনুমতি না পাওয়ায় ৪৩টি ঈদগাহতে এবারও ঈদ নামাজ হচ্ছে না। 

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শাহী ঈদগাহতে ঈদ জামাত না হওয়ায় আলাদা করে সিলেটে ঈদের প্রধান জামাতের স্থান নির্ধারণ করা হয়নি। তবে সিলেটের প্রত্যেকটি মসজিদে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় হবে।  

আরসি-০৩