সিলেট মিরর ডেস্ক
মে ১৩, ২০২১
০৬:৪২ অপরাহ্ন
আপডেট : মে ১৩, ২০২১
০৬:৪৪ অপরাহ্ন
সিলেটের গণমাধ্যম অফিস সহায়ক কর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন সিলেটের গণমাধ্যম অফিস সহায়ক কর্মীরা। মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৪১ জন গণমাধ্যম অফিস সহায়ক কর্মীর হাতে প্রধানমন্ত্রী প্রদত্ত ঈদ উপহার নগদ অর্থ তুলে দেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
সহকারী কমিশনার মো. ইশতিয়াক ইমনের পরিচালায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএইচএম মাহফুজুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু।
এ সময় জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী এ দেশের মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষে কাজ করছেন। দেশব্যাপী করোনায় অসহায় কর্মহীন শ্রমজীবী মানুষকে ঈদ উপহার দিচ্ছেন। তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহবান জানান।
এএন/০৫