সিলেট মিরর ডেস্ক
মে ১২, ২০২১
০৯:৫০ অপরাহ্ন
আপডেট : মে ১২, ২০২১
০৯:৫০ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের সবকটি মসজিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর এবি এম জিল্লুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে নামাজে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
জানা গেছে, ১৮ নং ওয়ার্ডের আগপাড়া জামে মসজিদে সকাল ৭.৩০ এবং সকাল ৮.৩০, ইব্রাহিম খলিলুল্লাহ মসজিদে সকাল ৮.৩০ এবং ৯.০০টায়, ঝেরঝেরিপাড়া জামে মসজিদে সকাল ৫.৪০ এবং ৮.০০ টায়, ঝর্ণার পাড় জামে মসজিদে সকাল ৮.০০ টায়, বায়তুন নূর জামে মসজিদে (পূর্ব ঝর্ণার পাড় ) সকাল ৮.৩০, কুমার পাড়া জামে মসজিদে সকাল ৭.৩০ এবং সকাল ৮.৩০, খন্দকার জামে মসজিদ সেবক রায়নগর সকাল ৮.৪০. এ ছাড়াও শাহী ঈদগাহ হাজারীবাগ জামে মসজিদে সকাল ৮.০০ এবং ৯.০০টায় শাহ মীরারজী (র.) এর মাজার মসজিদে সকাল ৮.০০ ও ৯.০০ ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
কঠোর ভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে জামাতের অনুষ্ঠিত হবে।
করোনা মহামারির কারণে এবার খোলা জায়গার বদলে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের ঘরে অজু করে এবং অবশ্যই মাস্ক পরিধান করে আসার জন্য জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এএফ/০১