কানাইঘাট প্রতিনিধি
মে ১২, ২০২১
০৬:১০ পূর্বাহ্ন
আপডেট : মে ১২, ২০২১
০৬:১০ পূর্বাহ্ন
সিলেটের কানাইঘাট উপজেলায় কৃষিকাজের সময় ট্রাক্টর উল্টে এর চাপায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নাইম ও মাইশা নামের এই দুই শিশু আপন ভাই-বোন। মঙ্গলবার (১১ মে) সকাল ১০টার দিকে উপজেলার দিঘীরপার ইউনিয়নের লন্তিরমাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় ওই গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে নাইম আহমদ (৮) ও মেয়ে মাইশা বেগম (৫) ঘটনাস্থলেই মারা যায়। আর আহত হয়েছেন ট্রাক্টরের চালক শরীফ উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে লন্তিরমাটি গ্রামের শরীফ উদ্দিন ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। ট্রাক্টরচালক শরীফ উদ্দিনের পাশে বসেছিল শিশু নাইম ও মাইশা। ট্রাক্টরটি ঘোরানোর একপর্যায়ে এটি উল্টে গিয়ে শিশু নাইম ও মাইশার উপরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কানাইঘাট থানার এসআই রামচন্দ্র জানান, অসাবধানতাবশত ট্রাক্টর উল্টে দুই শিশু নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি। পরিবার থেকে ময়নাতদন্ত করাতে রাজি না হওয়ায় প্রশাসনের অনুমতি নিয়ে তাদেরকে দাফন করা হবে।
আরআর-০৭