ওসমানীনগরে মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদ উপহার বিতরণ

ওসমানীনগর প্রতিনিধি


মে ১১, ২০২১
১০:৪৩ অপরাহ্ন


আপডেট : মে ১১, ২০২১
১০:৪৩ অপরাহ্ন



ওসমানীনগরে মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদ উপহার বিতরণ

প্রতি বছরের মতো এবারও ব্যক্তিগত উদ্যোগে সিলেটের ওসমানীনগরে স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে ‘ঈদ উপহার’ বিতরণ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

মঙ্গলবার (১১ মে) দুপুরে উপজেলার তাজপুর ডাক বাংলায় আনুষ্ঠানিক ভাবে উপহার সামগ্রী জাতির বীর সন্তানদের হাতে তুলে দেয়া হয়। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শফিকুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আপ্তাব আহমদ, বীর মুক্তিযোদ্ধা পবিত্র মজুমদার, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, আওয়ামী লীগ নেতা জুবায়ের আহমদ শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক চঞ্চল পাল, আমরা মুক্তিযোদ্ধা সন্তান ওসমানীনগর উপজেলা শখার সভাপতি জাহেদুল আম্বিয়া কার্জন প্রমুখ। 

এতে অর্ধ শতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে ঈদ উপহার প্রদান করা হয়।

ইউ ডি/বি এন-০৯