কবিগুরুর জন্মদিনে ছড়া পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


মে ১১, ২০২১
০৭:০৬ পূর্বাহ্ন


আপডেট : মে ১১, ২০২১
০৮:৪৬ পূর্বাহ্ন



কবিগুরুর জন্মদিনে ছড়া পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ছড়া পরিষদ সিলেটের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এক আলোচনা সভা ও লেখাপাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে সিলেট নগরের কাজীটুলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সভায় যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মো. মুজিবুর রহমান শাহিন। পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাদেক লিপনের সঞ্চালনায় আলোচনা ও লেখাপাঠ অংশ নেন অজিত রায় ভজন, জয়নাল আবেদীন জুয়েল, তালহা জুনেদ, লিয়াকত হোসেন, কামাল আহমদ, ধ্রুব গৌতম, রিপন আহমদ ফরিদী, মোহাম্মদ বাদশাহ গাজী, মঞ্জুর মোহাম্মদ, ইমন শাহ, মিজান মোহাম্মদ, অনিকা তাবাসসুম মুনা ও অর্ঘ রায় প্রমুখ।  

ভার্চুয়ালি যুক্ত হন ছড়া পরিষদ সিলেটের উপদেষ্টা ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী। আলোচনায় বক্তারা কবি গুরুর রচনাবলী পাঠের উপর গুরুত্বারোপ করেন। 

আলোচনা ও লেখাপাঠ শেষে সংগঠনের সভাপতি মো. মুজিবুর রহমান শাহিনের কাজীটুলার বাসভবনে ইফতারের আয়োজন করা হলে ছড়াকাররা অংশগ্রহণ করেন।

আরসি-০১