গোয়াইনঘাট প্রতিনিধি
মে ১১, ২০২১
০৫:৫১ পূর্বাহ্ন
আপডেট : মে ১১, ২০২১
০৫:৫১ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ৪০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ মে) বিকেলে জাফলং আমির মিয়া উচ্চবিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ঈদ উপহারসামগ্রী বিতরণের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান।
খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি সংগঠনটির পক্ষ থেকে এলাকার আরও ৪ জন দুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা হিসেবে দেড় লাখ টাকা প্রদান করা হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের (আইপিই) সহযোগী অধ্যাপক ও সেবা ফাউন্ডেশন'র উপদেষ্টা সদস্য মো. আব্দুস সামাদের সভাপতিত্বে এবং সংগঠনের নির্বাহী সদস্য নাদিম মাহমুদের পরিচালনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাফলং নিউজ টুয়েন্টিফোর ডটকম'র সম্পাদক ও প্রকাশক মো. ইমরান হোসেন সুমন, জাফলং আমির মিয়া উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সেবা ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক আল আমিন আজাদ প্রমুখ।
এ ব্যাপারে সেবা ফাউন্ডেশনের সভাপতি আরিফুজ্জামান আবির বলেন, এলাকার বিত্তবানদের সহায়তা নিয়ে সেবা ফাউন্ডেশন সবসময় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে। অসহায় রোগীদের চিকিৎসা সহায়তার পাশাপাশি গত কয়েকবছর ধরে আমরা দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করে আসছি। যার ধারাবাহিকতায় এবারের ঈদেও আমরা ৪০০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। আজ প্রথম ধাপে ১২০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণের মধ্য দিয়ে গোয়াইনঘাটের ইউএনও মহোদয় এর শুভ উদ্বোধন করেছেন।
গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান বলেন, মানুষ মানুষের জন্য- এই মূলমন্ত্রটি ধারণ করে সেবা ফাউন্ডেশনের সদস্যরা দুস্থ মানুষকে চিকিৎসা সহায়তা ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন, যা খুবই প্রশংসনীয় উদ্যোগ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের এ কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই।
এমএম/আরআর-০৫