গোলাপগঞ্জ প্রতিনিধি
মে ১১, ২০২১
০৫:৪২ পূর্বাহ্ন
আপডেট : মে ১১, ২০২১
০৫:৪২ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোহরাব হোসেন (১১) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল রবিবার (৯ মে) বিকেল সোয়া ৬টায় উপজেলার হেতিমগঞ্জস্থ মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত সোহরাব মোল্লাগ্রামের মুজিবুর রহমান দুলালের ছেলে ও দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল খালিকের ভাতিজা।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মোস্তাক আহমদ জানান, রবিবার বিকেল সোয়া ৬টার দিকে গোলাপগঞ্জগামী একটি মোটরসাইকেল (সিলেট-হ-১৪-৯৬৭১) সোহরাবকে ধাক্কা দেয়। এতে সে সড়কে পড়ে গেলে একটি পাজেরো জিপ (ঢাকা মেট্রো-ঘ-১১-২২৫৮) তার ডান পায়ের উপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সোহরাবের চাচা সাংবাদিক আব্দুল খালিক বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করি। সে ডান পা, কোমড় ও ডান চোখের পাশে আঘাতপ্রাপ্ত হয়েছিল। ক্রমশ অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টায় তার মৃত্যু হয়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী দুর্ঘটনায় শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এফএম/আরআর-০৪