নিজস্ব প্রতিবেদক
মে ১১, ২০২১
০৫:১৯ পূর্বাহ্ন
আপডেট : মে ১১, ২০২১
০৫:১৯ পূর্বাহ্ন
সিলেট নগরের কোতোয়ালি থানাধীন আখালিয়ার সুরমা আবাসিক এলাকায় আকলিমা আক্তার রিমা (২০) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, আকলিমা আক্তার রিমা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং গ্রামের আব্দুল আহাদ শিবলুর মেয়ে। তারা সুরমা আবাসিক এলাকার অ্যাডভোকেট মো. আজিম উদ্দিনের বাসায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। ইফতারের পর ওই তরুণী স্বাভাবিকভাবে নিজের শয়নকক্ষে যান। পরে পরিবারের সদস্যরা ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে আকলিমা আক্তার রিমা আত্মহত্যা করেছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি তদন্ত মো. ইয়াসিন সিলেট মিররকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারনা যাচ্ছে সে আত্মহত্যা করেছে এবং আত্মহত্যার আগে ভাঙা গ্লাসের টুকরো দিয়ে সে তার হাতে কিছু লেখার চেষ্টা করছিলো। তবে তার শরীরে আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’
লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
এনএইচ/আরসি-০৯