কারানির্যাতিত নেতাকর্মীদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন ফয়সল চৌধুরী

সিলেট মিরর ডেস্ক


মে ১১, ২০২১
০৩:৪৩ পূর্বাহ্ন


আপডেট : মে ১১, ২০২১
০৩:৪৩ পূর্বাহ্ন



কারানির্যাতিত নেতাকর্মীদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন ফয়সল চৌধুরী

সিলেটের বিয়ানীবাজার উপজেলার কারানির্যাতিত নেতাকর্মীদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিলেন সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।

আজ সোমবার (১০ মে) দুপুরে বিয়ানীবাজার উপজেলার বিয়ানিবাজার বাজারে একটি হল রুমে স্বাস্থ্যবিধি মেনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নেতাকর্মীদের হাতে ঈদ উপহার তুলে দেন তিনি।

এসময় তিনি বলেন, যতই দমন-পীড়ন চালানো হোক-জাতীয়তাবাদী শক্তিকে কখনো দমিয়ে রাখা যাবে না। এ দেশে একদিন বিএনপির হাত ধরে গণতন্ত্র ফিরে আসবেই। জনগণ একটি সুযোগের অপেক্ষায় আছে। যেদিন নির্ভয়ে ও সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সেদিনই এ দেশে বিস্ফোরণ ঘটবে। সেদিন জুলমবাজ সরকার আর তার নেতাকর্মীরা পালানোর পথ পাবেন না। 

তিনি আরও বলেন, ‘মিথ্যা মামলায় অন্যায়ভাবে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশেও যেতে দেওয়া হচ্ছে না তাকে। এটি সর্বোচ্চ অন্যায় ও অমানবিক কর্মকাণ্ড।’ এসময় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন তিনি।

ঈদ উপহার বিতরণকালে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হোসেন পুতুলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছরওয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দীক আহমদ, বিএনপি নেতা আলী হাসান, মাসুক উদ্দিন, সাইফুল ইসলাম সারেক, লিয়াকত আলী, কবির আহমদ, সেলিম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুবের আহমদ, এম এ হাসনাত জামিল, সদস্য শাহীন আহমদ, আব্দুর গফুরসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে গত রবিবার বিয়ানীবাজার উপজেলার কারানির্যাতিত কয়েকটি ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের মাঝে এসব উপহার বিতরণ করেন তিনি।

আরসি-০৬