অসহায়ের সেবা আমাদের নৈতিক দায়িত্ব : ইকবাল সিদ্দিকী

গোলাপগঞ্জ প্রতিনিধি


মে ১১, ২০২১
০৩:২৭ পূর্বাহ্ন


আপডেট : মে ১১, ২০২১
০৩:২৭ পূর্বাহ্ন



অসহায়ের সেবা আমাদের নৈতিক দায়িত্ব : ইকবাল সিদ্দিকী

সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী বলেছেন, করোনাভাইরাসের কারণে নিম্নআয়ের অসংখ্য মানুষের আয়-রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। তারা অনেকে পরিবার-পরিজন নিয়ে সংকটের মধ্যে দিনযাপন করছেন। তাদের সহযোগিতায় এগিয়ে আসা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

করোনা অনেক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে উল্লেখ করে তিনি সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সরকারের সিদ্ধান্ত মেনে চলার অনুরোধ জানান।

সোমবার (১০ মে) দুপুর ১২টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে গোলাপগঞ্জ হেল্পিং হেন্ডস ইউকে'র উদ্যোগে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেন, করোনার এই ক্রান্তিকালে প্রবাসীরা অকাতরে সহযোগিতা করে যাচ্ছেন। দেশের যেকোনো প্রয়োজনে প্রবাসীরা সবার আগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে এ রকম মানবিক কাজ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমীনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র দেবের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়রাম্যান মনসুর আহমদ, বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান মস্তাক আহমদ ও উপজেলা আওয়ামী লীগ নেতা নাজিমুল হক লস্কর।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চবিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য রেজওয়ান হোসেন রাজু, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, সাংবাদিক সাইদুল ইসলাম মাহের প্রমুখ।

অনুষ্ঠানে দেড় হাজার মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

এফএম/আরআর-০১