কর্মহীন মানুষের পরিবারকে খাদ্যসামগ্রী দিলো শাবিপ্রবির অফিসার্স অ্যাসোসিয়েশন

শাবি প্রতিনিধি


মে ০৯, ২০২১
০৯:৫৩ অপরাহ্ন


আপডেট : মে ০৯, ২০২১
০৯:৫৩ অপরাহ্ন



কর্মহীন মানুষের পরিবারকে খাদ্যসামগ্রী দিলো শাবিপ্রবির অফিসার্স অ্যাসোসিয়েশন

করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় দিনমজুর, রিকশাচালক ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্মকর্তাদের সংগঠন অফিসার্স অ্যাসোসিয়েশন।

রবিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শতাধিক কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. তাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম,  চীফ ইঞ্জিনিয়ার সৈয়দ হাবিবুর রহমান, শাবি কর্মকর্তা সমিতির সহ-সভাপতি মো. হেলাল হোসেন দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীম, কার্যনির্বাহী সদস্য মো. মুজিবুর রহমান, মো. ইউনুস আলী, মাহবুব ফেরদৌসী, খয়রুল ইসলাম চৌ.মো ও ফখর উদ্দিন, কর্মকর্তা সমিতির সাবেক সভাপতি মো. মুর্শেদ আহমদ প্রমুখ।

খাদ্যসামগ্রী বিতরণকালে কোষাধ্যক্ষ ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘করোনাকালীন এই সময়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষ কর্ম হারিয়ে মানবেতর জীবন যাপন করছে, তাদের পাশে শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির এই আয়োজন প্রসংশনীয়। এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত এসব মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমিয়ে দিবে। করোনার এই ক্রান্তিকালে সম্মিলিতভাবে সবাই এমন মানবিক সহায়তা দিয়ে যাবে বলে আমি আশা রাখি।

এইচ এন/বি এন-১০