কানাইঘাট প্রতিনিধি
মে ০৯, ২০২১
০৮:৫০ অপরাহ্ন
আপডেট : মে ০৯, ২০২১
০৮:৫০ অপরাহ্ন
কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের বীরদল এলাকায় নবাব চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্টের উদ্যোগে অর্ধ-শতাধিক গরীব ও অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ মে) বিকেল ৩টায় রাজাগঞ্জ ইউনিয়নের বীরদলস্থ গ্রীণবার্ড কিন্ডার গার্টেনের হলরুমে নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে এবং ট্রাস্টের অর্গানাইজিং সেক্রেটারী শাহজান আহমেদ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শওকত হোসেন চৌধুরী,সুরমা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজমল হোসেন , বিশিষ্ট সমাজসেবী হাসনাত হোসেন, গ্রীনবার্ড কিন্ডার গার্ডেন-এর প্রধান শিক্ষক সামসুদ্দীন,জামেয়া ইসলামিয়া আরাবিয়া বীরদল মজুমদারমাটি মাদ্রাসার মুহতামিম মাওলানা তহুরুল ইসলাম , আহমেদ ফোয়াদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা , পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় মানুষদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করার জন্য নবাব চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্টের চেয়ারম্যান বিশিষ্ট ব্যাংকার আহমেদ ইকবাল চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান।
এম আর/বি এন-০৩