শহীদ আহমদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ
মে ০৯, ২০২১
০৫:৪৫ পূর্বাহ্ন
আপডেট : মে ০৯, ২০২১
০৫:৪৫ পূর্বাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এবার ২ কোটি ২৫ লাখ টাকার বোরো ধান উৎপাদন হয়েছে। এর মধ্যে হাওরে হাইব্রিড ধান চাষ হয়েছে ২৯৮ হেক্টর জমিতে, যা গত বছর ছিল ১৯৮ হেক্টর। আর হাওরের বাইরে হাইবিড্র ধান চাষ হয়েছে ৫৪০ হেক্টর জমিতে, যা গত বছর ছিল ৩৯৫ হেক্টর। এরই মধ্যে হাওরের ও বাইরের শতভাগ জমির ধান কাটা শেষ হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি বছর মোট ৪ হাজার ১২০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে হাওরে ২ হাজার ২১২ হেক্টর ও বাইরে ১ হাজার ৯০৮ হেক্টর জমি আবাদ হয়েছে। এ বছর উপজেলা থেকে ৪৯৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত দেবনাথ বলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলায় এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। আমাদের কৃষকরা সময়মতো ধান কাটতে পেরে খুশি। খাদ্য বিভাগ কৃষকদের কাছ থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে ৪৯৮ মেট্রিক টন ধান ক্রয় করবে। এরই মধ্যে তালিকা করে ধান কেনা শুরু হয়েছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রাখী আহমদ বলেন, সরকার কৃষকদের ধান কাটার জন্য ৭০ ভাগ ভর্তুকি দিয়ে কম্বাইন হারভেস্টার মেশিন ও সমপরিমাণ ভর্তুকিতে ৩টি রিপার দিয়েছে। পাশাপাশি কৃষক ও শ্রমিকরা গায়ে খেটে সোনার ফসল ঘরে তুলছেন।
এসএ/আরআর-০৫