মসজিদ নির্মাণে ১০ লাখ টাকা দিল কানাইঘাট এসোসিয়েশন ইউকে

কানাইঘাট প্রতিনিধি


মে ০৯, ২০২১
০৫:৩৮ পূর্বাহ্ন


আপডেট : মে ০৯, ২০২১
০৫:৩৯ পূর্বাহ্ন



মসজিদ নির্মাণে ১০ লাখ টাকা দিল কানাইঘাট এসোসিয়েশন ইউকে

সিলেটের কানাইঘাট সরকারি কলেজের নির্মাণাধীন মসজিদের জন্য ১০ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন কানাইঘাট অ্যাসোসিয়েশন ইউকে’র নেতৃবৃন্দ।

শনিবার (৮ মে) বেলা ২টায় কলেজ মিলনায়তনে মসজিদ নির্মাণের জন্য ১০ লক্ষ টাকার চেক আনুষ্ঠানিকভাবে কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেন কানাইঘাট অ্যাসোসিয়েশন ইউকে’র উপদেষ্টা, শিকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিকদার কলেজের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ব্যারিস্টার কুতুব উদ্দিন শিকদার এমবিই।

কলেজের অধ্যক্ষ সামছুল আলম মামুনের সভাপতিত্বে ও কলেজের ডেমোনস্ট্রেটর ফয়সল আহমদের পরিচালনায় চেক হস্তান্তর অনুষ্ঠানে কলেজ ক্যাম্পাসে মসজিদ নির্মাণের কাজে ১০ লক্ষ টাকার মতো বড় ধরনের সহযোগিতা প্রদান করায় যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটবাসীর আদি সংগঠন কানাইঘাট অ্যাসোসিয়েশন ইউকে’র নেতৃবৃন্দ ও উপ-কমিটির সকল সদস্যদের প্রতি কলেজের ছাত্র-শিক্ষক-অভিভাবকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষক নেতৃবৃন্দ।

তারা বলেন, এলাকার শিক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন ও সকল দুর্যোগ মুহূর্তে এ প্রবাসী সংগঠনের সাথে জড়িত যুক্তরাজ্য প্রবাসীরা কানাইঘাটের মানুষের পাশে থেকে নানা ধরনের মহতী কাজ করে যাচ্ছেন। আজকে এ অনুদানের মাধ্যমে কলেজের মসজিদের বড় ধরনের নির্মাণ কাজ অনেকটা সম্পন্ন হবে এবং সেখানে শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয়রা নামাজ পড়তে পারবেন। কলেজ কর্তৃপক্ষ মসজিদের জন্য কানাইঘাট অ্যাসোসিয়েশন ইউকে’র এ অনুদান সবসময় স্মরণ রাখবে।

প্রধান অথিতির বক্তব্যে ব্যারিস্টার কুতুব উদ্দিন শিকদার বলেন, যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটের অনেকে নানা ধরনের ভালো কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন। প্রবাসীরা চান এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসার উন্নয়ন করতে। কলেজ ক্যাম্পাসে মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য ১০ লক্ষ টাকা সংগঠনের নেতৃবৃন্দ প্রদান করেছেন। ভবিষ্যতে এ সহযোগিতার হাত আরও প্রসারিত করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন, কলেজের উপাধ্যক্ষ লোকমান হুসেন, অর্থনীতি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক হাবিব আহমদ, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. এবাদুর রহমান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক দেলোয়ার হুসেন, প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ময়নুল হক চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, অর্থনীতি বিভাগের প্রভাষক বশির আহমদ, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মাসুদ মিয়া ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রহিম উদ্দিন।

উপস্থিত ছিলেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নুরজাহান বেগমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ ও শিক্ষার্থীরা।

 

এমআর/আরআর-০৪