এতিমদের পাশে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


মে ০৮, ২০২১
০৫:২৬ পূর্বাহ্ন


আপডেট : মে ০৮, ২০২১
০৫:২৬ পূর্বাহ্ন



এতিমদের পাশে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ী চৌমুহনী বাজার মুরাদ আলী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল করেছেন সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শুক্রবার (৭ মে) কাঁঠালবাড়ী চৌমুহনী বাজার মুরাদ আলী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার হলরুমে অর্ধশতাধিক শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল আলী, মাসুদ রানা, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল হক, সদস্য মীর আল মমিন, কবির হোসেন, সোহরাব আহমদ, কবির আহমদ, জাহিদ আহমদসহ প্রেসক্লাবের অন্য সদস্যরা।

এছাড়া উপস্থিত ছিলেন, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি শের তরিকুল ইসলাম, মুরাদ আলী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার মুহতামিম আব্দুর রাজ্জাক সিদ্দিকী, শিক্ষা সচিব হাফেজ মাওলানা শামীমুল হাসান, আমিনুল ইসলাম, রাজিব আহমদ প্রমুখ।

 

এমকে/আরআর-০৪