সিলেট মিরর ডেস্ক
মে ০৭, ২০২১
১০:১৫ অপরাহ্ন
আপডেট : মে ০৭, ২০২১
১০:১৫ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং সিলেট-৪ আসনের সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিমের প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার (৭ মে) বাদ জুমআ সিলেটের হযরত শাজালাল (র.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের শতশত মানুষ উপস্থিত ছিলেন। জানাজার পরপরই মরহুমের মরদেহ নিয়ে যাওয়া হয় সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত খেলার মাঠে। সেখানে বিকাল ৩টায় দ্বিতীয় জানাযার পর বাদ আসর মরহুম দিলদার হোসেন সেলিমের তৃতীয় জানাযা অনুষ্ঠিত হবে গোয়াইনঘাট উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয় মাঠে। শেষ জানাযার পর গোয়াইনঘাটে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
গত বুধবার রাতে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন দিলদার হোসেন সেলিম।।
এএফ/০১