গোয়াইনঘাট প্রতিনিধি
মে ০৭, ২০২১
০৩:৫৭ পূর্বাহ্ন
আপডেট : মে ০৭, ২০২১
০৩:৫৭ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ভারতীয় ৯৫ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (৫ মে) রাত ২টার দিকে গোয়াইনঘাট থানার এসআই অনুজ কুমার দাশ, প্রলয় রায়, মাসুম আলম ও এএসআই সত্যজিৎ তালুকদারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার লামনীগ্রাম এলাকা থেকে ৯০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তি উপজেলার রুস্তমপুর ইউনিয়নের লামনী গ্রামের বিলাল উদ্দিনের ছেলে সামছুল ইসলাম (২০)।
অপরদিকে, বুধবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের নন্দীরগাঁও এলাকা থেকে ৫ বোতল ফেনসিডিলসহ আরও দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদ্বয় হলেন সিলেট নগরের শাহজালাল উপশহরের আলতাফ আলীর ছেলে মিজানুর রহমান (৪০) ও খোজারখলা এলাকার আব্দুল বারীর ছেলে কয়েছ আহমদ (৪২)।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, 'মাদকের সঙ্গে আমাদের কোন আপস নেই। মাদকমুক্ত সিলেট জেলা গড়তে আমাদের পুলিশ সুপার নির্দেশিত পরিকল্পনা বাস্তবায়নে গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গোয়াইনঘাটকে মাদকমুক্ত করতে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।'
এমএম/আরআর-০৫