ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন

সিলেট মিরর ডেস্ক


মে ০৭, ২০২১
০৩:২৬ পূর্বাহ্ন


আপডেট : মে ০৭, ২০২১
০৩:২৬ পূর্বাহ্ন



ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন

সিলেট নগরের সুবিদবাজার এলাকায় ট্রাক চাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সাব্বির নিহতের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শাবিপ্রবির শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। 

আজ  বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মলয় সরকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন শাবির অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার, সহকারী অধ্যাপক আশীষ কুমার বণিক, কাসমির রেজা, মাহবুব রউফ ও মৃন্ময় দাশ ঝুটন প্রমুখ। 

মানববন্ধনে শিক্ষার্থীরা সাব্বির হত্যার বিচার চেয়ে ছয় দফা দাবি উত্থাপন করেন। দাবিসমূহ হচ্ছে- সাব্বির হত্যার সুষ্ঠু বিচার, নগরের অভ্যন্তরীণ সড়কে ট্রাক চলাচল বন্ধ করা, বিমানবন্দর টু বাদাঘাট বাইপাস সড়ক নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফুট ওভারব্রিজ নির্মাণ। এছাড়া দূর্ঘটনায় আহত বোরহান সাদিকের সুচিকিৎসার ব্যবস্থাসহ নিহত সাব্বিরের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানেরও দাবি জানানো হয়। 

প্রসঙ্গত, গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় পিছন থেকে একটি ট্রাক সামনে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বিরের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ফলে সাব্বির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মো. সাব্বির বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় তার চাচা জিল্লুর রহমান বাদী হয়ে এসএমপির কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

 

এএফ/০৩