দিলদার হোসেন সেলিমের জানাজা ও দাফন শুক্রবার

নিজস্ব প্রতিবেদক


মে ০৭, ২০২১
০৩:০৯ পূর্বাহ্ন


আপডেট : মে ০৭, ২০২১
০৩:৫২ পূর্বাহ্ন



দিলদার হোসেন সেলিমের জানাজা ও দাফন শুক্রবার

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের জানাজার নামাজ এবং দাফনের সময়সূচী চূড়ান্ত হয়েছে।

আগামীকাল শুক্রবার (৭ মে)  বাদ জুমআ নগরের হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত খেলার মাঠে দ্বিতীয় এবং একইদিন বাদ আসর গোয়াইনঘাট উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর গোয়াইনঘাটে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং নিকটাত্মীয়রা জরুরি বৈঠকে বসে এসব সিদ্ধান্ত নিয়েছেন।

পারিবারিক সুত্রে জানা গেছে, মরহুমের ছেলে-মেয়েরা যুক্তরাষ্ট্র থেকে আগামীকাল শুক্রবার ভোরে সিলেট এসে পৌঁছাবেন।

বিএ-০৫