সিলেট মিরর ডেস্ক
মে ০৭, ২০২১
০২:০৭ পূর্বাহ্ন
আপডেট : মে ০৭, ২০২১
০২:০৭ পূর্বাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে যুবলীগ মানবতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। করোনা ভাইরাসের মহাসঙ্কটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। যুবলীগ এখন একটি মানবিক সংগঠনে পরিণত হয়েছে।‘
আজ বৃহস্পতিবার (৬ মে) সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক সম্পাদক মো. শামীম আহমদসহ যুবলীগের নেতৃবৃন্দ।
রমজান মাসজুড়ে জেলা যুবলীগ নেতৃবৃন্দ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তার প্রশংসা করে শফিউল আলম চৌধুরী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের নেতাকর্মীরা জীবন বাজি রেখে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন। খাদ্য সহায়তা থেকে শুরু করে করোনা ভাইরাস মহামারী ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে শ্রমিক সংকটে পড়া কৃষকদের ধানও কেটে দিয়েছেন জেলা যুবলীগ।’
সিলেট জেলা যুবলীগ নেতা আব্দুল মান্নান দুলালের সহযোগীতায় ইফতার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি হেলাল বক্স, মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মহসিন কামরান, মহানগর আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, মহানগর আওয়ামী লীগের সদস্য তৌফিক বক্স লিপন, রাহাত তরফদার, জুমাদিন আহমেদ, ইলিয়াস আহমেদ জুয়েল, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত, সাবেক ছাত্রনেতা শামসুল ইসলাম মিলন, আব্দুল লতিফ রিপন, রেজাউল ইসলাম রেজা, সাজলু লস্কর প্রমুখ।
এএফ/০১