সাব্বির হত্যার বিচারসহ ৬ দফা দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন

শাবি প্রতিনিধি


মে ০৬, ২০২১
১১:০৪ অপরাহ্ন


আপডেট : মে ০৬, ২০২১
১১:০৪ অপরাহ্ন



সাব্বির হত্যার বিচারসহ ৬ দফা দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)রসায়ন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. সাব্বিরের হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিতসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৬ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে সাব্বিরের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা, সিলেট শহরের অভ্যন্তরীণ রোড়ে ট্রাক চলাচল করা, এয়ারপোর্ট থেকে বাধাঘাট বাইপাস সড়ক নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ, দূর্ঘটনায় আহত বোরহান সাদিকের সুচিকিৎসা নিশ্চিত, নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া।

এদিকে গতকাল (৫ মে) রাত সাড়ে নয়টার দিকে নগরের সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিদবাজার পয়েন্টে বেপোরোয়া ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী মো. সাব্বির নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোম্পানীগঞ্জ থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক আরোহী মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী সাব্বির মারা যান। পরে স্থানীয়রা সড়ক অবরোধ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। আইনি সহায়তাসহ যেকোন প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাব্বিরের পাশে থাকবে। আমরা তার আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই’।

এইচ এন/বি এন-১১