নিজস্ব প্রতিবেদক
মে ০৬, ২০২১
০৮:০২ অপরাহ্ন
আপডেট : মে ০৬, ২০২১
০৮:০৬ অপরাহ্ন
টানা ২২ দিন পর সারাদেশের মতো সিলেটের সড়কেও আবার চলতে শুরু করেছে গণপরিবহন। অর্ধেক যাত্রী আর বর্ধিত ভাড়া নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ মে) ভোর থেকে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। তবে প্রথম দিনই স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা গেছে চালক-হেল্পার ও যাত্রীদের।
গত ১৪ এপ্রিল থেকে সরকার ঘোষিত লকডাউনের আদলে কঠোর নিষেধাজ্ঞার শুরু দিন থেকেই গণপরিবহন বন্ধ ছিল। টানা তিন দফার নিষেধাজ্ঞাতেই বন্ধ ছিল গণপরিবহন।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, জেলা বিভিন্ন উপজেলা ও শহরতলীতে বাস চলতে শুরু করেছে। স্বাস্থ্যবিধি মেনে বাস চলার কথা থাকলেও বেশিরভাগ বাসে তোলা হচ্ছে অতিরিক্ত যাত্রী। এছাড়া যাত্রী ও চালক-হেল্পারদের বেশিরভাগে মুখে নেই মাস্ক। যাদের আছে তারা রেখেছেন থুতনিতে।
বাস চালক রফিফ মিয়া বলেন, 'আমরা যাত্রীদের মাস্ক পড়ে বাসে উঠতে বলছি৷ এছাড়া অর্ধেক যাত্রী নিয়েই বাস চলাচল করছে।'
এনএইচ/আরসি-০৩