গোলাপগঞ্জে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি


মে ০৬, ২০২১
০৬:০৮ পূর্বাহ্ন


আপডেট : মে ০৬, ২০২১
০৬:০৮ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মে) বেলা ১টায় ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ সৈয়দ ইফতেখার আহমদ স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন। মাঠ দিবস ও কৃষক সমাবেশে স্বাগত বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বিমল চন্দ্র সোম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, ভাদেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, সৈয়দ ইফতেখার আহমদ কিন্ডারগার্টেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ময়নুল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা খুরশীদ আলম চৌধুরী রিপন, বুরহান উদ্দিন মাস্টার, আওয়ামী লীগ নেতা তমিজ উদ্দিন, হোসেন আহমদ ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর।

অনুষ্ঠানের শুরুতে উন্মুক্ত প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয় এবং শেষে কৃষকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ধরনের শস্যের বীজ বিতরণ করা হয়।

 

এফএম/আরআর-১৪